প্রিয় বন্ধুরা,
সৌদি আরবর এর রেজিষ্ট্রেশন এখন আপনার ইউনিয়ন ডিজিটাল সেন্টার/পৌর ডিজিটাল সেন্টার থেকেই করতে পারবেন। আগামি আগামী ১৩ ফেব্রুয়ারী ২০১৫ তারিখ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সৌদিসহ অন্যান্য দেশে গমনেচ্ছু কর্মীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সকল ডিজিটাল সেন্টার (ইউনিয়ন/সিটি/পৌরসভা) থেকে শুরু হবে। প্রতিবারের ন্যায় এবার অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা থাকায় এবার ম্যানুয়াল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন ফর্মটি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে প্রত্যেক আবেদনের বিপরীতে ২০০ টাকা সোনালী ব্যাংকে ড্রাফট (মহাপরিচালক জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো বরাবর) করতে হবে। প্রতিটি নিবন্ধনের সাথে উক্ত ব্যাংক ড্রাফট উপ-পরিচালক, ডিইএমও অফিস বরাবর জমা দিতে হবে। আবেদনের সকল কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে উদ্যোক্তা সর্বোচ্চ ১০০ টাকা সার্ভিস চার্জ হিসেবে নিতে পারবে। যে সকল জেলায় ডিইএমও অফিস নেই সেক্ষেত্রে উদ্যোক্তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। জেলা প্রশাসক উক্ত আবেদন ফর্মগুলো নিকটবর্তী ডিইএমও অফিসে জমা দিবেন।
আবেদন ফরমের সাথে প্রেয়োজনীয় সংযৃক্তি
১। ন্যাশনাল আইডি কার্ড
২। সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
৩। সঠিক মোবাইল নম্বর
৪। সব গুলো তথ্য পুরন করতে হবে
৫। জব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, অন্যান্য যে ভাবে সংযুক্ত করা আছে
ধনব্যবাদান্তে
খন্দকার মুসা
পরিচালক
রামকান্তপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার
রাজবাড়ী সদর, রাজবাড়ী।
মোবাইলঃ ০১৭৪০-৯৭৯৫০৩,
০১৬৮৬-২৯৬৯৩০,
০১৭১২-৩৫৯২২২
অথবা মেইল করতে পারেন musha_222@yahoo.com
visit: ramkantapurup.rajbari.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS