মাটিপাড়া বাজার রাজবাড়ী শহর হইতে ২কিলোমিটার দূরে অবস্থিত। মাটিপাড়া বাজারে প্রায় ১৫০টি দোকান আছে এর মধ্যে স্বর্নকারে দোকান, মুদি দোকান, কাচাবাজার , কাপরের দোকান, ঔষধের দোকান , কাঠের দোকান এ ছারা আরো ইত্যাদি দোকান আছে। এছারা মাটিপাড়া বাজারে সপ্তাহে দুইদিন শনি ও রবি বারে বসে। দূরদুরান্ত থেকে বিভিন্ন লোক এখানে বাজার করতে আছে। মাটিপাড়া বাজারে সবময় দোকান খোলা থাকে এখানে প্রয় সবসমায় ৩ থেকে ৪শ লোক চলাচল করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস